নেত্রকোনা পূর্বধলায় গত মঙ্গলবার হাসপাতালের দুই চিকিৎসক করোনায় সনাক্ত হওয়ায় পরদিন বুধবার রুটিন কাজের অংশ হিসেবে হাসপাতালের চিকিৎসক, নার্সসহ মোট ৫৪ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়। কিন্তু ৫দিন অতিবাহিত হলেও খবরটি না জানতে পারায় সাধারন মানুষও উদ্বিগ্ন ছিলেন। অবশেষে আজ হাসপাতাল সূত্রে সবকটি রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানানো হয়।
পূর্বধলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুইজন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন। তাদেরকে আইসোলেশনে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এছাড়া নতুন করে কারোও করোনা সনাক্ত হয়নি। এ অবস্থায় সকলকে সচেতন ও ঘরে থাকতে পরামর্শ দেয়া হয়েছে।
Be First to Comment