নেত্রকোনার পূর্বধলায় উপজেলা জাতীয় মহিলা সংস্থার সদ্য নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান মনি কর্মকার। গত ১৪ এপ্রিল তার একটি ফেসবুক পোষ্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পোষ্টটিতে করোনা পরিস্থিতিতে সরকারি চাল চুরি নিয়ে মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতির প্রতি কটাক্ষ থাকায় একটি অংশ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। যার জন্য ক্ষুব্ধ হয়ে পূর্বধলা থানায় মনি কর্মকারের বিরুদ্ধে একটি সাধারন ডায়রী হয়। মনি কর্মকার শুরু থেকেই তার ফেসবুক আইডি হ্যাক করে তথ্য বিকৃত করা হয়েছে বলে দাবী করেন। সার্বিক বিষয় নিয়ে মনি কর্মকার তার বক্তব্য তুলে ধরতে আজ ২৫ এপ্রিল (শনিবার) পূর্বধলা প্রেসক্লাব হলরুমে গণমাধ্যমকর্মীদের নিয়ে এক সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে মনি কর্মকার তার লিখিত বক্তব্যে দাবী করেন জাতির এই সংকটময় মূহুর্তে যেসব ব্যাক্তি চাল কেলেংকারীর সাথে জড়িত মূলত তাদের উদ্দেশ্যেই তিনি একটি কবিতা লিখেন। যাতে সকল ধর্মের যারা অন্যায় কাজে লিপ্ত তাদের প্রতি ইঙ্গিত করা হয়েছিল। অতপর তার ফেসবুক আইডি হ্যাক করে শুধুমাত্র মুসলিম ভাইদের আঘাত করে এমন শব্দ রেখে লিখাটি বিকৃত করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে একটি চক্র, ঘটনাটির সাথে তিনি প্রকৃতপক্ষে জড়িত নন। এমনকি অদ্যাবধি তিনি তার হ্যাক হওয়া ফেসবুক আইডি উদ্ধার করতে পারেননি। মনি কর্মকার তার আইডি কেন্দ্র করে এমন অনাকাংখিত পরিস্থিতি সৃষ্টি হওয়ার জন্য মুসলিম সম্প্রদায়ের প্রত্যেকের নিকট সংবাদ সম্মেলনের মাধ্যমে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন এবং উদ্ভোত পরিস্খিতির জন্য অনুতপ্ত হন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি দ্রুত তার ফেসবুক আইডি হ্যাক হওয়া বিষয়ে আইনি পদক্ষেপ নিবেন বলে জানান।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আরিফুজ্জামান, ক্লাবের সাবেক সভাপতি শফিকুল আলম শাহীন, সাধারণ সম্পাদক মো: জায়েজুল ইসলাম, প্রেসক্লাবের সহ সভাপতি ও দৈনিক ইকরা প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক মো: শফিকুজ্জামান শফিক, প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি নূর আহাম্মদ খান রতন, প্রেসক্লাবের সদস্য ও কলাম লেখক জাকির আহমদ খান কামাল, প্রেসক্লাবের সদস্য ও কালের কন্ঠের উপজেলা প্রতিনিধি মোহাম্মদ গোলাম মোস্তফা, আজকের আরবান এর ব্যবস্থাপনা সম্পাদক আবুল আরশাদ, প্রেসক্লাবের সদস্য ও ভোরের ডাকের উপজেলা প্রতিনিধি নূর উদ্দিন মন্ডল দুলাল, প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক ও পূর্বময় ডট কমের সম্পাদক ও প্রকাশক মো: শাখাওয়াত হোসেন শিমুল, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ শহীদুল্লাহ সংগ্রাম, ডেইলী অভজারভারের উপজেলা প্রতিনিধি ও তৃতীয় মাত্রার জেলা প্রতিনিধি মো: এমদাদুল ইসলাম, প্রেসক্লাবের সদস্য ও পূর্বকন্ঠ ডট কমের সম্পাদক মন্ডলীর সভাপতি শাহ্ মো: মোস্তাফিজুর রহমান রাজিব, আমাদের নতুন সময়ের উপজেলা প্রতিনিধি হাবিবুর রহমান, সাংবাদিক শেখ সাদি মাসুম, আজকের আরবান এর উপজেলা প্রতিনিধি জিয়াউর রহমান, বাংলার আওয়াজ ডট কমের প্রতিনিধি আনোয়ারুল ইসলাম মন্ডল প্রমূখ। সংবাদ সম্মেলনে তিনি গণমাধ্যমকর্মীদের মাধ্যমে পূর্বধলা, দেশ তথা সমগ্র মুসলিম ভাই-বোনদের প্রতি উদ্ভোত পরিস্থিতির অবসানকল্পে বিষয়টি সহানূভূতির দৃষ্টিতে বিবেচনায় নেয়ার অনুরোধ করেন।
Be First to Comment