নেত্রকোনার পূর্বধলায় উপজেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে ২৫ সদস্যের কার্যনির্বাহী কমিটির গঠনের লক্ষে তফসিল অনুযায়ী প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ আজ ২৭ জুলাই বৃহস্পতিবার । এর মধ্যে ১ জন প্রার্থীতা প্রত্যাহার করেছেন। সাধারন সম্পাদক পদে ধলামুলগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজুয়ানুর রহমান রনি তার প্রার্থীতা প্রত্যাহার করেছেন।
এছাড়া যারা নির্বাচনে অংশ গ্রহণ করছেন সহ-সভাপতি পদের জন্য ২ জন, সাধারণ সম্পাদক পদের জন্য ২ জন, অতিরিক্ত সম্পাদক পদে ১জন, যুগ্ম সম্পাদক পদে ২ জন, কোষাধ্যক্ষ পদের জন্য ১ জন ও নির্বাহী সদস্যের জন্য ৭ জন।
যারা মনোনয়নপত্র দাখিল করেছেন তারা হলেন সহ-সভাপতি পদে উপজেলার মেঘশিমুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুল ওয়াহাব, বোটের ঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাঈদ খোকন।
সাধারন সম্পাদক পদে পূর্বধলা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, ক্রীড়ানুরাগী ব্যক্তিত্ব সৈয়দ হাসানুজ্জামান রাফি, দেওটুকোণ আব্দুল গণি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিউটন চন্দ্র সরকার।
অতিরিক্ত সাধারন সম্পাদক পদে পৃষ্ঠপোষক সদস্য মো: রুবেল হোসেন, কোষাধক্ষ পদে ধলামুলগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: এখলাছ মিয়া, যুগ্ম সম্পাদক পদে মো: আবু সোয়াইব হাসান, মো: আজিজুল বারী শরীফ।
নির্বাহী সদস্য পদে নবী হোসেন খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মুখলেছ উদ্দিন, মো: আলমগীর বাশার সুমন, সভাপতি রাজপাড়া স্পোটিং ক্লাব, মুহাম্মদ মোস্তাফিজুর রহমান(রাজীব), সভাপতি বৈশাখী ছাত্র সংঘ, মো: ফারুক মিয়া, সভাপতি নিউ স্টার ক্লাব, এস.এস শহিদ, সভাপতি রেনেসাঁ ক্লাব, জুনায়েতুজ্জামান জেনন, সভাপতি পূর্বধলা যুব উন্নয়ন সংঘ, আবুল ফাতাহ তালহ, সভাপতি রৌশনারা রোড ইয়ুথ ক্লাব । মনোনয়ন দাখিলকৃত পদের বিপরীতে সাধারন সম্পাদক ব্যতীত অন্য পদগুলোতে একাধিক প্রার্থী না থাকায় তারা বিনাপ্রতিদ্বন্দিতায় নির্বাচিত হতে পারেন।
পুন: নিধার্রণ তফসিল অনুযায়ী ভোট গ্রহণ আগামী ৩১ জুলাই সোমবার সকাল ১০টা হতে দুপুর ১টা পর্যন্ত।
Be First to Comment