নেত্রকোণার পূর্বধলা বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হত দরিদ্র শিশুদের মাঝে খাদ্য হিসেবে গুড়ো দুধ, সুজি, নুডলস, খেজুর, চিনি ও বিস্কুট বিতরণ করা হয়। বৃহস্পতিবার (৭ মে) পূবর্ধলা জে.এম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সামাজিক দুরত্ব বজায় রেখে বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে এসব শিশু খাদ্য বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার আঞ্জুমান আরা বেগম, জে.এম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুধাংশু শেখর তালুকদার প্রমুখ।
উপজেল প্রশাসন সূত্রে জানা যায়, শিশুদের মাঝে সরকারি খাদ্য বিতরণ কার্যকর্মের অংশ হিসেবে উপজেলা প্রশাসন ১১টি ইউনিয়নের শিশুদের মাঝে মোট ৬৭০ প্যাকেট শিশু খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগ নেয়। তার মধ্যে ধলামূলগাঁও ২০০ প্যাকেট, জারিয়া ১৫০, পূর্বধলা ১৫০, বৈরাটী ৩০, ঘাগড়া ২০, আগিয়া ২০ হোগলা ২০, নারান্দিয়া ২০, গোহালাকান্দা ২০, খলিশাউড় ২০, বিশকাকুনী ২০ প্যাকেট।
Be First to Comment