নেত্রকোনার পূর্বধলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূর্বধলা থানা পুলিশের আয়োজনে শুক্রবার ( ২৯ সেপ্টেম্বর) বিকালে থানা চত্বরে এই নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহ্ শিবলী সাদিক। এছাড়া বক্তব্য রাখেন-পূর্বধলা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তরুণ কুমার রায়, সাধারণ সম্পাদক সঞ্জিত কর, অফিসার ইনচার্জ (তদন্ত) মাসুদ হাওলাদার, সুধাংশু শেখর তালুকদার, নিরঞ্জন কুমার ভাদুড়ী, জীবন কৃষ্ণ দে, পূর্বধলা ফায়ার সার্ভিস স্টেশন এর টিম লিডার আবদুল্লাহ আল মামুন প্রমুখ।
অনুষ্ঠানে পূর্বধলা উপজেলার ৬৫ টি মন্দিরের দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় সভায় জানানো হয় আগামী ২০ অক্টোবর থেকে শারদীয় দুর্গাপূজা শুরু হবে। পূর্বধলায় এ বছর ৬৫টি পূজামন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। সেই লক্ষে পূজাকে শান্তিপূর্ণ উৎসব মুখর করতে সব ধরণের প্রচেষ্টা অব্যহত থাকবে। আলোচনা সভায় পূজা উদযাপন কমিটির প্রতিনিধি, সাংবাদিক, সরকারি কর্মকর্তা, শিক্ষক, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় পূর্বধলা থানা এলাকায় অনুষ্ঠিত পূজা মন্ডপ সমূহে অপ্রীতিকর ঘটনা এড়াতে বিভিন্ন স্তরে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা প্রতিষ্ঠা করাসহ সিসি ক্যামেরা স্থাপন, পর্যাপ্ত পুলিশ ও আনসার মোতায়েন, স্বেচ্ছাসেবক দল গঠন এবং সরকারি নিদের্শনা অনুযায়ী সন্ধ্যা ৬ টার মধ্যে প্রতিমা বিসর্জনের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এছাড়া কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে পুলিশকে জানাতে অনুরোধ রাখেন পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম।
Be First to Comment