বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পূর্বধলা উপজেলা শাখার সাবেক সভাপতি ও বর্তমান আহবায়ক আলহাজ বাবুল আলম তালুকদারের ফেসবুক আইডি হ্যাক করে দলীয়, রাষ্ট্রীয় ও ব্যক্তিগত ভাবমূর্তি নষ্ট হয় এমন পোস্ট করা হয়।
বাবুল আলম তালুকদার জানান, “আজ মঙ্গলবার সকালে তার আইডি থেকে রাজনৈতিক দল বিরোধী একটি পোস্ট হয়। এতে শুভাকাঙ্খীরা তাকে বিষয়টি অবগত করলে তিনি বুঝতে পারেন তার ফেসবুক আইডিটি হ্যাক হয়েছে। তারপর দুপুরে তিনি নেত্রকোনা সদর মডেল থানায় একটি সাধারন ডায়েরি করেন।
তিনি আরও বলেন, আমার দলীয় ও ব্যক্তিগত ভাবমূর্তি হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্য আমার বিরুদ্ধে এই ষড়যন্ত্রমূলক কাজ করা হয়েছে। আমি রাজনৈতিক জীবনের শুরু থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র রাজনীতির সাথে সম্পৃক্ত থেকেছি। দলে আমার ত্যাগ ও নিবেদনের জন্য পূর্বধলা উপজেলা বিএনপি’র সভাপতির দায়িত্ব পালন এবং বর্তমানে আহবায়কের দায়িত্ব পালন করছি। আমাকে ও আমার দলকে বিতর্কিত করার জন্য উদ্দেশ্য প্রণোদিত হয়ে কেউ এই কাজটি করেছে। সঠিক তদন্ত শেষে দোষী ব্যক্তির শাস্তিও দাবী করেন তিনি।”
Be First to Comment