নেত্রকোনার পূর্বধলায় ট্রাকের নিচে চাপা পড়ে মোঃ কালাম মিয়া (৪০) নামের এক ব্যক্তি নিহতর ঘটনায় আজ ৬ জুন শনিবার সন্ধ্যা সাতটায় পুলিশ ঘাতক ট্রাক চালক মো. হারুন-অর রশিদকে (২৫) আটক করেছে। সে উপজেলার ছোট ইলাশপুর গ্রামের মৃত ছামেদ আলীর ছেলে।
উল্লেখ্য নেত্রকোনার পূর্বধলায় আজ ৬ জুন শনিবার বিকালে ট্রাকের নিচে চাপা পড়ে মোঃ কালাম মিয়া (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। কালাম মানসিক প্রতিবন্ধী ছিলেন। প্রায় সময়ই তিনি ওই সড়কে যানবাহনের সামনে গিয়ে চালক ও যাত্রীদের কাছে টাকা-পয়সা চাইতেন। রেলওয়ে স্টেশানগুলিতে তাকে দেখা যেত প্রায় সময়।আজ বিকালে জারিয়া থেকে বালু বোঝাই একটি দ্রুত গামী ড্রাম ট্রাক (ময়মনসিংহ ট ১১-০৫৫৫) তাকে চাপা দিলে ঘটনা স্থলেই সে নিহত হয়।
এ বিষয়ে পূর্বধলা থানার ওসি মোহাম্মদ তাওহীদুর রহমান জানান দুর্ঘটনার ঘন্টা দেড়েক পর গোপন সংবাদের ভিত্তিতে চালককে আটক করা হয়েছে।
Be First to Comment