নেত্রকোণা পূর্বধলায় ৩০ মে (শনিবার) বিশকাকুনী ইউনিয়নের ধলা গ্রামে নিজ বাড়ীতে কেন্দ্রীয় নেতা বিভিন্ন গণমাধ্যম প্রতিনিধিদের সাথে আলোচনায় সরকার গৃহীত কার্যক্রমের সুফল সর্বসাধারণের কাছে পৌঁছে দিতে সংবাদকর্মীদের জোড়ালো ভূমিকা প্রত্যাশা করেন। তিনি ঝুঁকি নিয়ে নাগরিকদের সচেতনতায় দায়িত্ব পালনে সংবাদকর্মীদের ভূমিকার প্রশংসা করেন। করোনার প্রাদুর্ভাবের শুরু থেকেই আহমদ হোসেন উপজেলা চেয়ারম্যানসহ স্থানীয় সরকার প্রতিনিধি, দলীয় নেতাকর্মীদের সর্বপ্রকার দিক নির্দেশনা ও সহায়তা প্রদান করে যাচ্ছেন জনগণের পাশে থেকে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচীর সফল বাস্তবায়নে। উপজেলা প্রশাসনের উদ্যোগে তহবিল গঠনেও আর্থিক সহায়তা প্রদান করেছেন। তার নির্দেশনায় শুরু থেকেই নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠ পর্যায়ে সক্রিয় রয়েছে। গত দুই সপ্তাহ যাবত এলাকায় অবস্থান করে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণসহ নেতা-কর্মীদের সহায়তা করছেন করোনা পরিস্থিতিতে জনগণের পাশে থাকতে। তার উদ্যোগে হাজার হাজার পরিবারকে খাদ্য সহায়তা, মাস্ক বিতরণ, নগদ অর্থ সহায়তা প্রদান অব্যাহত রয়েছে। উপস্থিত সংবাদকর্মীদের পক্ষ থেকে করোনা চিকিৎসায় পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে আধুনিক চিকিৎসা সামগ্রী সরবরাহের উদ্যোগ নেয়ার জন্য কেন্দ্রীয় নেতার কাছে দাবী জানানো হয়।
আহমদ হোসেনের সাথে মতবিনিময়ে সংবাদকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি ও আজকের আরবানের প্রকাশক ও সম্পাদক সৈয়দ আরিফুজ্জামান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জায়েজুল ইসলাম, প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক ইকরা প্রতিদিনের প্রকাশক ও সম্পাদক শফিকুজ্জামান শফিক, প্রেসক্লাবের সদস্য জাকির হোসেন খান কামাল, প্রেসক্লাবের সদস্য ও দৈনিক প্রতিদিনের কাগজের প্রকাশক ও সম্পাদক মাহমুদুল হাসান রতন, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও পূর্বধলার দর্পনের প্রকাশক ও সম্পাদক নোমান শাহরিয়ার, দৈনিক আমার সমাচারের প্রকাশক ও সম্পাদক মোঃ এমদাদুল ইসলাম, প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক ও পূর্বময় ডট কমের প্রকাশক ও সম্পাদক শিমুখ শাখাওয়াত, প্রেসক্লাবের সদস্য ও পূর্বকন্ঠ ডট কমের সম্পাদকমন্ডলীর সভাপতি ফকির শাহ মোস্তাফিজ রাজিব, দৈনিক প্রতিবাদ ডট কমের প্রকাশক ও সম্পাদক আল মনসুর, আজকের আরবান এর প্রতিনিধি জিয়াউর রহমান, বাংলার আওয়াজ ডট কমের প্রতিনিধি আনোয়ার হোসেন মন্ডল।
Be First to Comment