করোনা ভাইরাস মহামারীতে নেত্রকোণার পূর্বধলায় অসহায় ও দুস্থদের মাঝে ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন কার্যনির্বাহী সদস্য ও মুমিনুন্নিসা ফাউন্ডেশন এর ব্যবস্হাপনা পরিচালক আলহাজ্ব আজিজুর রহমান খান তামিম এর ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। সোমবার (২৭এপ্রিল) পূর্বধলা উপজেলার আগিয়া ইউনিয়নের অসহায় দুস্থ ঘরবন্দি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। যার মধ্যে রয়েছে চাল, ডাল, আলু, তেল, পেঁয়াজ, লবন, সাবান ও মুড়ি। শনিবার (১১এপ্রিল) হতে এই ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।
মুমিনুন্নিসা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব আজিজুর রহমান খান তামিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশের এমন পরিস্থিতিতে অসহায় ঘরবন্দি মানুষের মাঝে যা কিছু দেওয়া হচ্ছে এটা ত্রাণ হিসেবে বিবেচনা করতে চাই না। এটাকে ‘উপহার’ হিসেবে মূল্যায়ন করছি। পরবর্তীতেও খাদ্যসহায়তা অব্যাহত থাকবে উল্লেখ করে তিনি বলেন, বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে খাদ্যসামগ্রী দেওয়া হচ্ছে। তবুও অনেক অসহায় মানুষের কাছে এখনো খাদ্যসামগ্রী পৌঁছায়নি। যাদের কান্না চলছে নীরবে-নিভৃতে, সেসব অসহায় মানুষের কাছে যাওয়ার চেষ্টা করছি।পূর্বধলার ঘর বন্দী মানুষের মাঝে ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার কাজ অব্যহত থাকবে।
Be First to Comment