Press "Enter" to skip to content

পূর্বধলায় মুহ.আবদুল হাননান খান’র উদ্যোগে কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

বৈশ্বিক মহামারী করোনার কারণে সারাদেশের ন্যায় নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলায় দোকান-পাট, যানবাহনসহ সব কিছু বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে রিক্সা, ভ্যান, অটোসহ সব যান্ত্রিক যানবাহন। ফলে কর্মহীন হয়ে পরেছে এই এলাকার হাজার হাজার মানুষ। সব থেকে বিপাকে পরেছে দিনমজুর, রিক্সা, ভ্যান, কুলি, মোটর শ্রমিক, চায়ের স্টল মালিক ও খেটে খাওয়া মানুষ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রধান সমন্বয়কারী বীর মুক্তিযোদ্ধা মুহ.আবদুল হাননান খানের নিজস্ব উদ্যোগে গত কয়েকদিন থেকে কর্মহীন হয়ে পরায় নিম্ন আয়ের মানুষ,শ্রমিক,মানবেতরজীবনযাপনকারী খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষদের মাঝে চাল, ডাল, সাবান, তেল, লবণ ও আলু বিতরণ করা হয়েছে। পূর্বধলা উপজেলার সদর ইউনিয়ন সহ ১১ টি ইউনিয়নের মধ্যবিত্ত পরিবার থেকে করে দিনমজুর, রিক্সা, ভ্যান, কুলি, মোটর শ্রমিক, চায়ের স্টল মালিক ও খেটে খাওয়া মানুষের মাঝে তিনি এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন। কর্মহীন হয়ে পরা মানুষজন খাদ্যসামগ্রী পেয়ে তাদের মুখে হাসি ফুটে উঠেছে। শ্রমিকরা জানান, গত কয়েক কোন কাজ না থাকায় পরিবার নিয়ে আমাদের জীবন দুর্বিসহ হয়ে উঠেছে। ফলে কোনো রকমে খেয়ে না খেয়ে দিন যাপন করছি। এই সময়ে চাল, ডাল, আলু,তেল,লবণ, সাবান, মুড়ি দিয়ে আমাদের সহযোগিতা করায় অনন্ত পক্ষে পরিবার নিয়ে সাতদিন আমরা খেয়ে থাকতে পারবো। তাছাড়া সাধ্যমত আমাদের পাশে দাঁড়িয়ে আমাদের আশ্বস্ত করেছেন তিনি সব সময় আমাদের সাথে থাকবেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রধান সমন্বয়কারী বীর মুক্তিযোদ্ধা মুহ.আবদুল হাননান খান বলেন, গত কয়েকদিন থেকে প্রায় তিন হাজার পাঁচশত প্যাকেট খাদ্য সামগ্রী ১১টি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড ও গ্রাম পর্যায় পর্যন্ত সর্বোচ্চ সতর্কতা অবলম্বনে স্থানীয় লোকজন দ্বারা বাড়ি বাড়ি পৌছানোর চেষ্টা করেছি। তিনি বলেন,শ্রমিক, অটো চালক, নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষদের সহযোগিতায় এগিয়ে আসতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। তিনি এই সংকট ময় মুহুর্তে কর্মহীন হয়ে পরা মানুষদের সহযোগিতা করার জন্য এলাকার জনপ্রতিনিধি,ব্যবসায়ী ও ধণাঢ্য ব্যাক্তিদের এগিয়ে আসার আহবান জানান।

More from প্রযুক্তিMore posts in প্রযুক্তি »
More from শিক্ষাMore posts in শিক্ষা »
More from স্বাস্থ্যMore posts in স্বাস্থ্য »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.