নেত্রকোনা পূর্বধলায় শ্বাসকষ্ট, জ্বর, সর্দি ও পাতলা পায়খানা নিয়ে মারা যাওয়া দুজনের কেউই করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত ছিলেন না।
গতকাল ৭ এপ্রিল মঙ্গলবার রাত আটটার দিকে ঢাকার রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইসিডিআর) এবং ময়মনসিংহ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের ল্যাবে পরীক্ষার প্রতিবেদন পেয়ে এ তথ্য নিশ্চিত করে জেলা প্রশাসক ও জেলা সিভিল সার্জনের কার্যালয়।
মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে করোনায় আক্রান্তের কোনো আলামত না পাওয়ায় তাঁদের বাড়ি ও আশপাশের বাড়িগুলো থেকে লকডাউন ও হোম কোয়ারেন্টিনের নির্দেশ তুলে নিয়েছে জেলা প্রশাসন।
গতকাল মঙ্গলবার রাত সোয়া আটটার দিকে নেত্রকোনার জেলা প্রশাসক মঈনউল ইসলাম ও সিভিল সার্জন মো. তাজুল ইসলাম জানান, নেত্রকোনায় মৃত চারজনসহ এ পর্যন্ত ৪১ জনের পাঠানো নমুনার প্রতিবেদন পাওয়া গেছে। তাঁদের মধ্যে কেউ করোনাভাইরাসে আক্রান্ত নন। নেত্রকোনায় এখন আর কেউ আইসোলেশনে নেই। যাঁরা হোম কোয়ারেন্টিনে ছিলেন, তাঁদের ১৪ দিন শেষ হওয়ায় তাঁরাও এখন স্বাভাবিকভাবে আছেন।
Be First to Comment