দর্পন প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলায় শিশু কল্যাণ নিশ্চিতকরণে এলাকার সমস্যা, সম্ভাবনা ও অংশীদার চিহ্নিতকরণের লক্ষে দুইদিন ব্যাপী জনগণের সম্মেলন শীর্ষক কর্মশালার উদ্বোধন করা হয়েছে। বেসরকারি আন্তর্জাতিক সাহায্য সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পূর্বধলা এপি ও নেত্রকোণা এপিসি’র আয়োজনে জেলা পরিষদ অডিটরিয়ামে আজ মঙ্গলবার (৩ মার্চ) জনগণের সম্মেলনের প্রথম দিনের কর্মশালা উদ্বোধন করা হয়। কাল বুধবার শেষ হবে।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নেত্রকোণা এরিয়া প্রোগ্রাম ম্যানেজার সেবাষ্টিয়ান পিউরীফিকেশনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহামেদ রাজ্জাক সরকার, হেলথ নিউট্রিসিয়ান এন্ড ওয়াশ প্রকল্পের ময়মনসিংহ রিজিওনাল কো-অর্ডিনেটর ডাঃ জয়ন্ত কুমার নাথ, কমিউনিটি এনগেইজমেন্ট এন্ড পার্টনারিং জেনি মিলড্রেড ডি-ক্রুশ, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মাহমুদা আখতার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মতিউর রহমান, উপজেলা শিক্ষা অফিসার আঞ্জুমান আরা বেগম, মহিলা বিষয়ক কর্মকর্তা কানু লাল চাকী, ঘাগড়া ইউপি চেয়ারম্যান মোঃ রেজু মিয়া আকন্দ, জারিয়া ইউপি চেয়ারম্যান মাজেদা খাতুন, আগিয়া ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম রুবেল।
পূর্বধলা এপির প্রোগ্রাম অফিসার খোকন রিছিলের উপস্থাপনায় সেশন পরিচালায় করেন, লাইভলিহুড টেকনিক্যাল স্পেশালিস্ট মানস বিশ্বাস, হেলথ নিউট্রিশন অ্যান্ড টেকনিক্যাল স্পেশালিস্ট ডাঃ শাহ সাঈদ ইবনে আজিজ, এপিসি মনিটরিং এন্ড ইভালুয়েশন স্পেশালিস্ট তপন কুমার সাহা।
উপস্থিত ছিলেন, প্রোগ্রাম অফিসার তাপসী সাংমা, নিঝুম সাংমা, মানষী মোদক, হাফিজুল হক, এসএসও ফ্রান্সিলিয়া রুপী গমেজ, ইকরা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শফিকুজ্জামান, সাংবাদিক মোঃ এমদাদুল ইসলাম, সাদ্দাম হোসেন।
কর্মশালায় ৮ দলে বিভক্ত হয়ে উপজেলার ৬টি ইউনিয়নের (পূর্বধলা, আগিয়া, হোগলা, জারিয়া, ঘাগড়া ও বিশকাকুনী) ৮৪টি গ্রাম উন্নয়ন কমিটির প্রতিনিধি, শিশু ফোরামের ১২ জন প্রতিনিধি, সরকারি-বেসরকারি কর্মকর্তাবৃন্দ, ইউনিয়ন পরিষদ প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তাগণ অংশগ্রহন করেন।
Be First to Comment