দর্পন প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলায় উড়ন্ত চক্ষু হাসপাতালের (অরবিস) সহযোগিতায় ও নেত্রকোনা জেলা ডায়াবেটিস সমিতির উদ্যোগে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভা কক্ষে ডায়াবেটিস ও চক্ষু সচেতনতা বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত কর্মশালায় স্বাস্থ্য কর্মী, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, কমিউনিটি ক্লিনিকের সভাপতি ও সদস্যরা অংশ নেন।
পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডা. হাবীবুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নেত্রকোনা জেলা ডায়াবেটিস সমিতির সুপার মো. অলিদ মিয়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) নিরঞ্জন কুমার ভাদুরী, মৌদাম সেসিপ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম মোস্তফা, দেব রঞ্জন রায় প্রমুখ।
কর্মশালায় ডায়াবেটিসের কারণ,নিয়ন্ত্রণ ও চিকিৎসা এবং চক্ষু রোগেজনসচেতনতা তৈরি বিষয়ে আলোচনা হয়।
Be First to Comment