নেত্রকোনার পূর্বধলা উপজেলায় রাজধলা শিশু ফোরামের উদ্যোগে আজ রবিবার দুপুরে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
শিশু ফোরামের উদ্যোগে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা মাসব্যাপি অনলাইনে কবিতা আবৃত্তি, চিত্রাংকণ, নজরুল সংগীত, রবীন্দ্র সংগীত ও লোক সংগীত বিষয়ে বিভিন্ন গ্রুপে প্রতিদ্বন্ধীতা করে।
দিলরুবা হাবিব শিক্ষা ফাউন্ডেশন ও পূর্বধলা এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় পূর্বধলা উপজেলা পরিষদ চেয়ারম্যান কার্যালয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, ছাত্রনেতা আতিকুর রহমান জুয়েল, দিলরুবা হাবিব শিক্ষা ফাউন্ডেশন প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, জাতীয় শিশু ফোরামের সভাপতি অপূর্ব চন্দ্র সরকার প্রমুখ।
Be First to Comment