নেত্রকোণা পূর্বধলায় গতকাল শুক্রবার ২ এপ্রিল সন্ধ্রায় জগত্ মনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত শিক্ষক বীরেন্দ্র চন্দ্র সরকার (বীরু স্যার) এর নিজ বাড়ীতে ইচ্চে ঘুড়ি বৃদ্ধ চর্চা কেন্দ্র সংগঠনের আয়োজনে ১০০তম জন্মদিন পালিত হয়েছে।
পূর্বধলা সরকারী কলেজ এর প্রভাষক মোহাম্মদ আলী জুয়েল এর সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন আমিনুল ইসলাম ও পবিত্র গীতা পাঠ করেন নিলয় চক্রবর্তী বাবলু, আলোচনায় বক্তব্য রাখেন পূর্বধলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বুলবুল, পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আরিফুজ্জামান, যুব সংগঠক রাশেদ খান সুজন, পূর্বধলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জায়েজুল ইসলাম, পূর্বধলা সরকারি কলেজের প্রভাষক আবু হানিফ তালুকদার রাসেল, এসি ক্লাবের সাবেক সভাপতি আনিসুর রহমান রুবেল, পূর্বধলা হেল্পলাইনের এডমিন নোমান শাহরিয়ার, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক সুধাংশু সরকার, সাবেক ছাত্রলীগ নেতা শহিদুল ইসলাম আঙ্গুর, সহকারী শিক্ষক রতন দত্ত, অব: সহকারী শিক্ষক দয়াল দে, সুজয় সিনহা, ডা: কনক দে বাবু, নিরঞ্জন ভাদুড়ী, অন্যান দে, শ্যামল দত্ত, সুকান্ত সরকার, এডভোকেট বিপ্লব সরকার, ছাত্রলীগ নেতা রেদোয়ান মাসুদ প্রমুখ।
উল্লেখ্য বীরেন্দ্র চন্দ্র সরকার ২ রা এপ্রিল ১৯২১ খ্রি: পূর্বধলা সদর ইউনিয়নের বাঘবেড় জমিদার বাড়ীতে জন্মগ্রহণ করেন, ওনার পিতা স্বর্গীয় দেবেন্দ্র চন্দ্র সরকার জমিদার বাড়ির সরকার ছিলেন। তত্ কালীন ব্রিটিশ ভারতের তারকেশ্বর উচ্চ বিদ্যালয়ে প্রাথমিক পর্যায় শেষ করেন, ১৯৪৯ সালে জগত্ মনি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে মেট্রিক পাস করেন। ১৯৫২ সালে জগত্ মনি পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন ৬৫ বছর বয়সে অবসর গ্রহণ করেন। স্ত্রী শ্রীমতি আরতি রানী সরকার, তিনি ৪ পুত্র ও ৪ মেয়ে সন্তানের জনক।
এসময় রাশেদ খান সুজন, পূর্বধলা হেল্পলাইন ও বিডি ক্লিন বীরেন্দ্র চন্দ্র সরকারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, এছাড়াও অনেকে উপহার দিয়ে শুভেচ্ছা জানান।
পরে অতিথি, পরিবারের সদস্য ও ইচ্চে ঘুড়ি বৃদ্ধ চর্চা কেন্দ্র সংগঠনের সদস্যদের নিয়ে কেক কেটে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।
Be First to Comment