নেত্রকোনার পূর্বধলা উপজেলায় আজ রবিবার রাতে অনলাইন স্কুল বির্তক প্রতিযোগিতার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। পূর্বধলা খাদ্য গুদাম রোডে অবস্থিত আপন অপসেট প্রিন্টিং প্রেস কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বির্তকের বিষয় নির্ধারণ, মডারেট ও বিচারক প্যানেল চূড়ান্ত হয়।
বাংলাদেশ শিক্ষক সমিতি পূর্বধলা উপজেলার শাখার সহযোগিতায় ও পূর্বধলা হেল্পলাইনের আয়োজনে অনলাইন স্কুল বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। মৌদাম সেসিপ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাংবাদিক মো. গোলাম মোস্তফা পরিকল্পনা এবং সঞ্চালনায় প্রতিযোগিতায় উপজেলার মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের বির্তক দল অংশ নিবে। প্রতিযোগিতায় অংশ নিতে আগামী ২০ আগস্ট পর্যন্ত অংশগ্রহনেচ্ছুক ৩ জনের দল নিবন্ধন করতে হবে। আগামী ২২ আগস্ট বির্তকের তারিখ ও বিষয় জানানো হবে। প্রস্তুতি সভায় অংশ নেন কালডোয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির আহমদ খান কামাল, মৌদাম সেসিপ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কালের কণ্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি মো. গোলাম মোস্তফা, পূর্বধলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ঘাগড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জায়েজুল ইসলাম, পূর্বধলা জে এম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক নূর আহাম্মদ খান রতন। সভায় অনলাইনে যুক্ত হন পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি ও আজকের আরবানের সম্পাদক সৈয়দ আরিফুজ্জামান মাসুম, পূর্বধলা হেল্পলাইনের ক্রিয়েটর এডমিন ও পূর্বধলার দর্পনের সম্পাদক কে বি এম নোমান শাহরিয়ার।
Be First to Comment