নেত্রকোণার পূর্বধলা স্টেশন বাজারের বিশিষ্ট্য ব্যবসায়ী আকরম হোসেন আর নেই। তিনি পূর্বধলা এসি ক্লাবের সদস্য মোঃ অলি আহাম্মেদের পিতা এবং রক্তমিতা ফোরাম কেন্দ্রীয় কমিটির মিডিয়া বিষয়ক সম্পাদক ইমন হাসান রাকিবের নানা। জানা যায়, শুক্রবার (১৯ জুন) রাত ১টা ৩০ মিনিটে নিজবাড়ি উপজেলার স্টেশন সংলগ্ন বাসায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, তিন কন্যা ও চার ছেলে, নাতী-নাতনী, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। আজ শনিবার (২০ জুন) দুপুর ২টায় পূর্বধলা রেলওয়ে স্টেশন ঈদগাহ মাঠে জানাযা অনুষ্ঠিত হয়েছে এবং জানাযা শেষে পারিবারিক করবস্থানে দাফন করা হয়।
মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন, প্রতীতি ডট নেটের সম্পাদক ও প্রকাশক ইসমাইল হোসেন খোকন, এসি ক্লাবের সভাপতি কেবিএম নোমান শাহরিয়ার, রক্তমিতা ফোরামের সভাপতি সাদ্দাম হোসেন, স্টেশন বাজার বণিক সমিতির সদস্যবৃন্দ।
Be First to Comment