করোনাভাইরাস প্রাদুর্ভাবে সৃষ্ট সংকটে দেশের অসহায়, দুস্থ, দরিদ্র ও কর্মহীন মানুষের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে মুক্তিযোদ্ধাদের প্রাপ্ত ভাতার উৎস থেকে ৩ লক্ষ টাকার অনুদানের চেক প্রদান করেছেন পূর্বধলা উপজেলার মুক্তিযোদ্ধারা।
আজ সোমবার (১ জুন) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মুক্তিযোদ্ধাগণ উপস্থিত হয়ে স্বপ্রনোদিত ও স্বতঃস্ফুর্তভাবে ইউএনও উম্মে কুলসুমের হাতে মুক্তিযোদ্ধারা এই অনুদান হস্তান্তর করেন।
এ সময় মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার সিরাজুল ইসলাম তালুকদার, আইয়ুব আলী, নিজাম উদ্দিন, সাবেক ডেপুটি আঃ রব, মুক্তিযোদ্ধা আঃ কাদিরসহ অন্যান্য মুক্তিযোদ্ধাগণ এবং চেক গ্রহণকালে অন্যান্যের মধ্যে পূর্বধলা থানার ওসি তাওহীদুর রহমান এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Be First to Comment