নেত্রকোনা পূর্বধলায় সিভিল সার্জন সূত্রে জানাযায় ৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তথ্যটি ৩১মে প্রকাশের কথা থাকলেও তা প্রকাশ করা আজ ০১ জুন সকালে। আক্রান্তরা পূর্বধলা বাজার-২, রওশনারা রোড-১ ও গার্লস স্কুল রোড-১ জন।
এ নিয়ে পূর্বধলা উপজেলায় মোট ২৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং চুড়ান্ত সুস্থ্য- ০৮ জন।
Be First to Comment