পূর্বধলা উপজেলার আগিয়া ইউনিয়নের কৃষকের ধান কেটে দিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন। আজ ২৪ এপ্রিল শুক্রবার সকালে উপজেলার আগিয়া এলাকায় ৫০/৬০ জন নেতাকর্মী নিয়ে কয়েকজন গরিব হতদরিদ্র কৃষকের ধান কেটে দেন তিনি।
জানা যায়, পূর্বধলা উপজেলার বিভিন্ন এলাকায় কৃষকের জমিতে ধান পাকতে শুরু করেছে। কিন্তু দেশে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় আতঙ্কে লোকজন বাড়ির বাইরে তেমন একটা বের হচ্ছে না। অপরদিকে করোনা আতঙ্কে ধান কাটার শ্রমিকও পাওয়া যাচ্ছে না। আবার কিছু কিছু ধান কাটার শ্রমিক পাওয়া গেলেও তার মূল্য বেশি দিতে হচ্ছে। ফলে ধান কাটা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত স্থানীয় অসহায় কৃষকরা। এ অবস্থায় অসহায় গরিব কৃষকের পাশে দাঁড়ালেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন। এদিকে দেশের এই সংকটের সময় বিনা পারিশ্রমিকে স্বেচ্ছাশ্রমে এভাবে ধান কেটে দেওয়ায় খুশি এলাকাবাসী ও কৃষকরা।
উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন বলেন, জননেত্রী শেখ হাসিনার নির্দেশে ওই এলাকার অসহায় গরিব কৃষকদের পাকা ধান কাটার মাধ্যমে এই কর্মসূচি শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে আরো অনেক অসহায় গরিব চাষির ধান কেটে দেওয়া হবে।
Be First to Comment