নেত্রকোনা পূর্বধলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. আজহারুল ইসলাম(MO-DC) ও ডা. ধ্রুব সাহা রায়(MO) এই দুই চিকিৎসকের করোনা সনাক্ত হয়েছে। গত দুইদিন আগে তাদের নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে পাঠানো হয়।
উল্লেখ্য, পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নমুনা সংগ্রহের বিশেষ টিমে তারা যুক্তছিলেন। পূর্বধলা উপজেলায় আর কোন রোগী সনাক্ত হয়নি।
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, নেত্রকোনা জেলার মোট সনাক্তকৃত ০৪ ( চার) জন। মোহনগঞ্জ উপজেলায় ০২ ( দুই) জন। এদের মধ্যে ২৮ বছর বয়সী নারী একজন ও অন্যজন ২০ বছর বয়সী পুরুষ, দু’ জনের বাড়ী সমাজ, মোহনগঞ্জ।১২.০৪.২০২০ তারিখে ঢাকা থেকে বাড়ীতে আসেন। পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ০২ ( দুই) জন। দুজনই ডাক্তার, বয়স যথাক্রমে ২৫ ও ৩০ বছর। আজ পর্যন্ত মোট সনাক্তকৃত ৩৩ জন। বিগত ২৪ ঘন্টায় নমুনা প্রেরনের সংখ্যা ৯২।
Be First to Comment