Press "Enter" to skip to content

পূর্বধলায় দুইদিন ব্যাপী জনগণের সম্মেলন এর সমাপনী

সাদ্দাম হোসেন, পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি:
নেত্রকোণার পূর্বধলায় বেসরকারি আন্তর্জাতিক সাহায্য সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পূর্বধলা এপি’র আয়োজনে শিশু কল্যাণ নিশ্চিতকরণে এলাকার সমস্যা, সম্ভাবনা ও অংশীদার চিহ্নিতকরণের লক্ষে জেলা পরিষদ অডিটরিয়ামে দুইদিন ব্যাপী (৩-৪ মার্চ) জনগণের সম্মেলন আজ বুধবার (৪ মার্চ) আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শেষ হয়েছে। জনগণের সম্মেলনে সর্বসম্মতিক্রমে পূর্বধলা এপির জন্য পঞ্চম বার্ষিক কর্মপরিকল্পনায় ‘টেকসই উন্নয়ন ও পারিবারিক সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে শিশুর সু-স্বাস্থ্য, শিক্ষা ও সুরক্ষা নিশ্চিত করা’ এ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নেত্রকোণা এরিয়া প্রোগ্রাম ম্যানেজার সেবাষ্টিয়ান পিউরীফিকেশনের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহামেদ রাজ্জাক সরকার। বিশেষ অতিথি ছিলেন, শিক্ষা অফিসার আঞ্জুমান আরা বেগম, মহিলা বিষয়ক কর্মকর্তা কানু লাল চাকী।


পূর্বধলা এপির প্রোগ্রাম অফিসার খোকন রিছিলের সঞ্চলনায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারী ইন্সপেক্টর হাসিম উদ্দিন খান, সাংবাদিক প্রতিনিধি অধ্যক্ষ শফিকুজ্জামান, এনজিও প্রতিনিধি ব্র্যাক ম্যানেজার এনামূল হক, গ্রাম উন্নয়ন কমিটির প্রতিনিধি শরীফুল ইসলাম দুলাল, এডিল প্রতিনিধি সারোয়ার জাহান রাসেল, শিশু ফোরাম প্রতিনিধি জুনায়েদ আল নূর নাবিল প্রমুখ।
দুইদিন ব্যাপী সেশন পরিচালায় করেন, লাইভলিহুড টেকনিক্যাল স্পেশালিস্ট মানস বিশ্বাস, হেলথ নিউট্রিশন অ্যান্ড টেকনিক্যাল স্পেশালিস্ট ডাঃ শাহ সাঈদ ইবনে আজিজ, এপিসি মনিটরিং এন্ড ইভালুয়েশন স্পেশালিস্ট তপন কুমার সাহা। উপস্থিত ছিলেন, প্রোগ্রাম অফিসার তাপসী সাংমা, নিঝুম সাংমা, মানষী মোদক, হাফিজুল হক, এসএসও ফ্রান্সিলিয়া রুপী গমেজ, সাংবাদিক মোঃ এমদাদুল ইসলাম, সাদ্দাম হোসেন।
কর্মশালায় ৮ দলে বিভক্ত হয়ে উপজেলার ৬টি ইউনিয়নের ৮৪টি গ্রাম উন্নয়ন কমিটির প্রতিনিধি, শিশু ফোরামের ১২ জন প্রতিনিধি, সরকারি-বেসরকারি কর্মকর্তাবৃন্দ, ইউপি প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তাগণ অংশগ্রহন করেন।
জনগণের সম্মেলনে পূর্বধলা এপির জন্য ৫ম বার্ষিক কর্মপরিকল্পনায় ‘টেকসই উন্নয়ন ও পারিবারিক সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে শিশুর সু-স্বাস্থ্য, শিক্ষা ও সুরক্ষা নিশ্চিত করা’ এ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
এর আগে গতকাল নেত্রকোণা এরিয়া প্রোগ্রাম ম্যানেজার সেবাষ্টিয়ান পিউরীফিকেশনের সভাপতিতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম। বিশেষ অতিথি ছিলেন, হেলথ নিউট্রিসিয়ান এন্ড ওয়াশ প্রকল্পের ময়মনসিংহ রিজিওনাল কো-অর্ডিনেটর ডাঃ জয়ন্ত কুমার নাথ, কমিউনিটি এনগেইজমেন্ট এন্ড পার্টনারিং জেনি মিলড্রেড ডি-ক্রুশ, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মাহমুদা আখতার, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মতিউর রহমান।

More from অর্থনীতিMore posts in অর্থনীতি »
More from খেলাMore posts in খেলা »
More from বিনোদনMore posts in বিনোদন »
More from শিক্ষাMore posts in শিক্ষা »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.