নেত্রকোনার পূর্বধলায় স্বেচ্ছায় রক্তদানে জনপ্রিয় সংগঠন রক্তমিতা ফোরাম ৭১সদস্যের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ হয়েছে গতকাল রবিবার (৭মে)। সংগঠনটির সভাপতি মো. শাহজাহান মিয়া ও সাধারণ সম্পাদক মো.আনারুল ইসলামের যৌথ স্বাক্ষরে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ হয়। এতে ৬জনকে সহ-সভাপতি, ৮জনকে যুগ্ম সাধারন সম্পাদক, ১২জনকে সাংগঠনিক সম্পাদক, ৩৪জনকে বিভিন্ন পদে সম্পাদক, সহ সম্পাদক এবং ৯জনকে সদস্য করে ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়েছে।
সভাপতি মো. শাহজাহান মিয়া বলেন, “রক্তশূন্য রোগীকে সহজে রক্ত ম্যানেজ করে দেওয়া, সাধারন মানুষকে রক্তদানে উৎসাহ দেওয়াসহ সাংগঠনিক কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কমিটি গঠন করা হয়েছে। এ কাজে পূর্বধলাবাসীর সহযোগীতা ও পাশে থাকার জন্য অহবান জানাই।”
Be First to Comment