নেত্রকোনার পূর্বধলায় আজ রবিবার দুপুরে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের বাস্তবায়নে ও উপজেলা প্রশাসনের আয়োজনে জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ৪০০জন ব্যাটারি চালিত অটোরিক্সা ও সিএনজি চালকের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে বিদ্যালয়ের স্কাউট দল সক্রিয় ভ‚মিকা পালন করে।
করোনা সংক্রমণ প্রতিরোধে লকডাউনের কারণে উপজেলায় কর্মহীন বিভিন্ন শ্রেণি পেশার লোকজনদের খাদ্য সহায়তায় ত্রাণ বিতরণ করা হয়। এসময় প্রত্যেককে চাল ১০কেজি, আলু ২কেজি, সয়াবিনতেল ১লিটার, লবন ১কেজি, পেয়াজ ১কেজি, চিড়া ১কেজি, ডাল ১কেজি ও ১টি সাবান বিতরণ করা হয়েছে।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, সহকারী কমিশনার (ভ‚মি) নাসরিন বেগম সেতু, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রাজু আহম্মেদ রাজ্জাক সরকার, সুমি আকন্দ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুধাংশু শেখর তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, পূর্বধলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. হাবিবুর রহমান, সহ সভাপতি শফিকুল ইসলাম খান, উপজেলা অটো টেম্পু ও সিএনজি চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি হিরা মিয়া প্রমুখ।
Be First to Comment