নেত্রকোনার পূর্বধলায় গত সোমবার রাতে ৫৩টি ইয়াবাসহ রমিজ উদ্দিন (৩৮) নামের এক ব্যক্তিকে আটক করেছে পূর্বধলা থানা পুলিশ। সে উপজেলার খলিশাউর ইউনিয়নের কুতিউড়া গ্রামের মৃত. আব্দর রবের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তেতে রমিজ উদ্দিনকে তার বাড়ির সামনে থেকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫৩টি ইয়াবা উদ্ধার করে পুলিশ।
পুলিশ আরও জানায়, রমিজ উদ্দিন দীর্ঘ দিন ধরে এলাকায় ইয়াবা বিক্রির ব্যবসা করে আসছিল।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ শিবিরুল ইসলাম বলেন, আজ মঙ্গলবার দুপুরে রমিজ উদ্দিনকে নেত্রকোনা আদালতের পাঠানো হয়েছে।
Be First to Comment