Press "Enter" to skip to content

পূর্বধলায় ট্রাকের চাপায় শিশুর মৃত্যু

নেত্রকোনার পূর্বধলায় আজ বুধবার সকালে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের মহিষভেড় এলাকায় ট্রাকের নিচে চাপা পড়ে ফাইজার আক্তার ইমু (৫) শিশু কন্যার মৃত্যু হয়েছে। ইমু মহিষভেড় গ্রামের ইউনুছ আলীর মেয়ে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই শিশুটির মা রাস্তার পাশে ধান সিদ্ধ করার কাজ করছিল। এ সময় শিশুটি তাদের বাড়ি থেকে রাস্তা পার হয়ে মায়ের কাছে যাচ্ছিল। হঠাৎ শ্যামগঞ্জ থেকে জারিয়াগামী একটি ট্রাক ঢাকা মেট্রো ট-২০-৩০৬১ তাকে চাপা দিলে ঘটনা স্থলেই সে নিহত হয়।
পূর্বধলা থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন দুর্ঘটনার পর ট্রাক চালক পালিয়ে গেলেও ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।

More from আইন আদালতMore posts in আইন আদালত »
More from প্রযুক্তিMore posts in প্রযুক্তি »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.