“অধিকার আদায়ে আমরা, সবাই এক সাথে” এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোণার পূর্বধলায় বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এ্যাসোসিয়েশন (ফারিয়া)’র পূর্বধলা উপজেলা শাখার উদ্যোগে কর্মবিরতি ও প্রতিবাদী মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় কমিটির নির্দেশে সোমবার (১৯ অক্টোবর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে কর্মবিরতি ও মানবন্ধন করে ফারিয়ার সদস্যরা। ফারিয়ার সভাপতি হাবীবুল্লা বাহার টুটুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনিসুর রহমান জুয়েলের সঞ্চালনায় বক্তব্য দেন, ফারিয়া উপদেষ্টা মোস্তফা জামান খোকন, সহ-সভাপতি আপেল মাহমুদ, সাবেক সভাপতি আরশাদুল হক সোহেল, সহ-সভাপতি আশরাফ উদ্দিন, কামাল আহম্মেদ, মিরাজুল ইসলামসহ অন্যান্য সদস্যবৃন্দ।
বক্তরা, সরকারি নতুন বেতন স্কেল অনুযায়ী ৭ম গ্রেড-এ বেতন নির্ধারণ, বর্তমান মূল্যস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে টিএ/ডিএ ও অন্যান্য ভাতাদি প্রদান, চাকুরীর নিরাপত্তা ও নিশ্চিয়তা বিধানসহ একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন, ফারিয়াকে সরকারের স্বীকৃতি প্রদান এবং সাপ্তাহিক ছুটিসহ সকল জাতীয় ছুটিভোগের বিধান এই ৫ দফা দাবি জানান।
Be First to Comment