নেত্রকোণার পূর্বধলায় কোভিড-১৯ দূর্যোগে প্রতিবন্ধী, এতিম ও দুঃস্থ শিশুদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে সদরের জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে আজ মঙ্গলবার (১৯ মে) সামাজিক দুরত্ব বজায় রেখে ১৫২জন শিশুর মাঝে পোষাক ও শিশু খাদ্য বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম প্রধানমন্ত্রীর দেওয়া এসব ঈদ উপহার বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ সাইফুল আলম, জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিকী মামুন প্রমুখ।
Be First to Comment