নেত্রকোণার পূর্বধলায় খাদ্য বিভাগের আয়োজনে এলএসডিতে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার (১৩ মে) পূর্বধলা খাদ্য গোদাম কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য কর্মকর্তা মোঃ মঞ্জুরুল ইসলাম এলএসডির ওসি মশিউর রহমান, কৃষি কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম প্রমুখ।
উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা জানান, এ বছর ২৬ টাকা কেজি দরে ১ হাজার ৮৪৮ মেট্রিক টন ধান, সিদ্ধ চাল ৩৬ টাকা কেজি দরে ৭ হাজার ৪১৩ মেট্রিক টন ও ৩৫ টাকা দরে ১ হাজার ১০৫ মেট্রিক টন আতব চাল ক্রয় করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার বলেন, লটারির মাধ্যমে কৃষকদের তালিকা করা হয়েছে। সরকারী খাদ্য গুদামে বোরো ধান বিক্রয়ে কৃষকরা যাতে সর্বাধিক সুযোগ পায় সেদিকে লক্ষ্য রেখে কাজ করা হবে। ধান সংগ্রহে কোন অনিয়ম সহ্য করা হবেনা।
Be First to Comment