নেত্রকোনা পূর্বধলায় করোনা অতঙ্ক ছড়িয়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি ও মূল্য তালিকা সঠিক না থাকায় ৬ ব্যবসায়ীকে ৩ লাখ ৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ (২১ মার্চ) শনিবার সকালে পূর্বধলার বিভিন্ন বাজারে এ অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। করোনা আতঙ্ক ছড়িয়ে বাজারগুলোতে গত ২ দিনে চাউল, পিয়াজ, রসুনসহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্য অতিরিক্ত দামে বিক্রি করে ব্যবসায়ীরা। এ অবস্থায় নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্যের দাম স্থিতিশীল রাখতে শহরের সকাল বাজারে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় স্টেশান বাজারে ৮টি দোকানে ৬৫ হাজার, পূর্বধলা বাজারে ৬ দোকানে ১ লক্ষ ৩৫ হাজার, চৌরাস্তা বাজারে ১টি দোকানে ৫ হাজার, ফাজিলপুর বাজারে ৪টি দোকানে ১৯ হাজার, হিরণপুর বাজারে ৬টি দোকানে ৫৫ হাজার, হোগলা বাজারে ৩টি দোকানে ২৫ হাজারসহ মোট ৩ লাখ ৪ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলার নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম। বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান চলবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। সেই সাথে প্রয়োজনের অধিক বাজার না করতে ও তিনি বিদেশ ফেরত ব্যক্তি যেন সঠিক নিয়ম পালন করে তা সকলের সহযোগিতা কামনা করেন।
Be First to Comment