দর্পন ডেস্ক: এসি ক্লাব প্রিমিয়ার লীগ (এপিএল)-২০২০ টুর্নামেন্টের ফাইনাল খেলা আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বেলা ৪ ঘটিকায় পূর্বধলা হেলিপ্যাড মাঠে অনুষ্ঠিত হয়েছে। এসি ক্লাব এ বর্ণাঢ্য টুর্নামেন্টের আয়োজন করে।
টুর্নামেন্টে এসি ক্লাবের সভাপতি কে.বি.এম নোমান শাহরিয়ার এর সভাপতিত্বে ও এসি ক্লাবের সাধারন সম্পাদক রাফে ইবনুল সাবিদ অনিক এবং যুবলীগ নেতা শহিদুল ইসলাম আঙ্গুর এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় জাতীয় মহিলা সংসদ সদস্য -৩১৮ এমপি জাকিয়া পারভীন খানম মনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্বধলা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পূর্বধলা উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহম্মেদ (রাজ্জাক সরকার), জেলা পরিষদ সদস্য পারভীন আক্তার, পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি ও জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ যুব সংগঠক সৈয়দ আরিফুজ্জামান মাসুম, জারিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম নান্টু, মিডিয়া আইডিয়াল স্কুলের পরিচালক ও পূর্বধলা প্রেসক্লাবের সদস্য জুলফিকার আলী শাহিন, হাফেজ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের সাবেক জিএস সাজ্জাদ হোসেন, পূর্বধলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক জায়েজুল ইসলাম, পূর্বধলা জগৎমনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও পূর্বধলা প্রেসক্লাবের সদস্য নূর আহম্মদ খান রতন, প্রেসক্লাবের সহ সভাপতি শফিকুজ্জামান শফিক, পূর্বধলা ডিগ্রী কলেজের প্রভাষক মোহাম্মদ আলী জুয়েল,ছাত্রলীগের সভাপতি সারোয়ার হোসেন খোকন,পূর্বধলা উপজেলা যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক কছম উদ্দিন, এসি ক্লাবের সাবেক সভাপতি আনিসুর রহমান রুবেল, পূর্বধলা উপজেলা মহিলা লীগের সদস্য শাহানাজ পারভীন, আজকের আরবান ডট কম এর উপজেলা প্রতিনিধি জিয়াউর রহমান প্রমুখ।
টুর্নামেন্টে ফাইনাল খেলায় ফ্রেন্ডস এলিভেন বনাম হুদা ডি সিক্স অফেন্ডার্স অংশগ্রহণ করে। হুদা ডি সিক্স অফেন্ডাস টসে জয়লাভ করে ফ্রেন্ডস এলিভেনকে ব্যাটিং করার আমন্ত্রন জানান।
উক্ত খেলায় ফ্রেন্ডস এলিভেনকে ৭ উইকেটে হারিয়ে হুদা ডি সিক্স অফেন্ডার্স জয় লাভ করে। সেই সাথে ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অজর্ন করলো। হুদা ডি সিক্স অফেন্ডার্স এর খেলোয়ার কামরুজ্জামান আকন্দ জেকির ম্যান অব দ্যা ম্যাচ এবং ফ্রেন্ডস এলিভেনের সুজন মিয়া ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হয়।
টুর্নামেন্টে নির্ধারিত ১২ ওভারে ৮ উইকেট হারিয়ে ফ্রেন্ডস এলিভেন ৭৭ রান সংগ্রহ করে। অপর দিকে জয়ের লক্ষে হুদা ডি সিক্স অফেন্ডার্স ৭৮ রান টার্গেটে রেখে ১০.২ বলে ৩ উইকেট হারিয়ে ৮১ রান সংগ্রহ করে বিজয়ী হয়।
উক্ত ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিজয়ী দল হুদা ডি সিক্স অফেন্ডার্সের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন প্রধান অতিথি মাননীয় জাতীয় মহিলা সংসদ সদস্য -৩১৮ এমপি জাকিয়া পারভীন খানম মনি ও বিশেষ অতিথি বৃন্দরা।
Be First to Comment