দর্পন প্রতিনিধি: ‘বীমা দিবসে শপথ করি, উন্নত দেশ গড়ি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণার পূর্বধলায় উপজেলা প্রশাসনের আয়োজনে প্রথম জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। আজ রোববার (১ মার্চ) সকাল ১০টায় র্যালি শেষে উপজেলা পরিষদ কক্ষে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতায় ইউএনও উম্মে কুলসুমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকার। বিশেষ অতিথি ছিলেন, সমাজসেবা কর্মকর্তা মোঃ সাইফুল আলম, বিআরডিবি’র চেয়ারম্যান মোতাহার হোসেন খান বকুল পপুলার লাইফ ইন্স্যুরেন্সের তাকাফুল প্রকল্পের জেনারেল ম্যানেজার কাজী হাছিদুল ইসলাম।
উপ-সহকারি কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম সবুজের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের জনবীমা প্রকল্পের সহকারি রিওজিনাল ইনচার্জ এসএম ওয়াদুদ, একক বীমা প্রকল্পের জেলা সমন্বয়কারি মোঃ আব্দুল মালেক, পপুলার লাইফ ইন্স্যুরেন্সের আল-আমীন বীমা প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক মোঃ এমদাদুল হক বাচ্চু, বেস্ট লাইফ ইন্স্যুরেন্সের অফিস ইনচার্জ মোঃ রইছ উদ্দিন তালুকদার, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের জেলা সমন্বয়কারি মোঃ ইউসুফ আলী প্রমুখ। পরে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, স্বাধীনতা পূর্ব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জেনারেল ম্যানেজার হিসেবে বীমা প্রতিষ্ঠানে কর্মজীবন শুরু করেন। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে ১ মার্চ দিনটি সরকার প্রথম জাতীয় বীমা দিবস ঘোষনা করেছে, সেজন্য সরকারকে ধন্যবাদ জানান বক্তারা।
Be First to Comment