নেত্রকোণা পূর্বধলায় স্থানীয় ক্রীড়া সংগঠন এসি ক্লাবের ঘরোয়া টুর্নামেন্ট এপিএল এর ক্রিকেট টিম বাট্টা এক্সপ্রেস তাদের জার্সির মোড়ক উন্মোচন করেছে, আজ বৃহস্পতিবার (২৫ জানুয়ারী) সন্ধ্যায় স্টেশান বাজারস্ত এসি ক্লাব কার্যালয়ে।
জার্সির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে টিম অধিনায়ক ইমন হাসান রাকিব এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন আজিন টিমের মালিক ইস্তিয়াক আহমেদ বাবু, এসি ক্লাবের সাবেক সভাপতি আনিসুর রহমান রুবেল, এসি ক্লাবের সাবেক সভাপতি নোমান শাহরিয়ার, এসি ক্লাব সভাপতি সোয়াইব হাসান।
এ সময় উপস্থিত ছিলেন এসি ক্লাবের সহ সভাপতি রবিউল কাওসার মেনন, এসি ক্লাবের সহ সভাপতি আশরাফুল আলম শিমুল, বাট্টা এক্সপ্রেস টিমের সদস্যসহ এসি ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।
Be First to Comment