নেত্রকোণা পূর্বধলায় কেন্দ্রীয় ছাত্রলীগের আহ্বানে সাড়া দিয়ে পূর্বধলায় কৃষকের ধান কেটে দিল পূর্বধলা সরকারি কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা। এর আগে, গত ২৪ এপ্রিল বোরো মৌসুমে কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিতে ছাত্রলীগের নেতাকর্মীসহ, তরুণ প্রজন্ম এবং ছাত্র ও যুব সমাজের প্রতি আহ্বান জানান কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।
কেন্দ্রীয় ছাত্রলীগের সেই আহ্বানে সাড়া দিয়ে গতকাল ২৬ এপ্রিল বুধবার নেত্রকোণা পূর্বধলা উপজেলার বিশকাকুনী ইউনিয়নে দাপুনিয়া গ্রামের ছালেমা খাতুনের ধান কেটে দেন পূর্বধলা সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইশরাক আহমেদ তাইফ, পিয়াস, ইউফুস, আলমগীর, হৃদয়সহ ১০-১৫ জন নেতাকর্মী।
দাপুনিয়া গ্রামের কৃষক ছালেমা খাতুন বলেন, ‘আমার অল্প জমির ধান পেকেছে। কিন্তু, এত অল্প ধান কাটার কোনো শ্রমিক পাচ্ছি না। তাছাড়া শ্রমিকের খরচও বেশি। ছাত্রলীগ এই খবর পেয়ে আমার ধান কেটে দিয়েছে। এভাবে সাধারণ কৃষকের ধান কেটে দিলে অনেক কৃষক উপকৃত হবে।’
পূর্বধলা সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইশরাক আহমেদ তাইফ জানান, কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি এবং সাধারণ সম্পাদক সারাদেশের অসচ্ছল কৃষক বিশেষ করে যারা শ্রমিকের অভাবে ধান কাটতে পারছেন না তাদের ধান কেটে দেওয়ার আহ্বান জানান। সে আহ্বানে সাড়া দিয়ে আমরা বিশকাকুনি ইউনিয়নের দাপুনিয়া এই মহিলার কিছু ধান কেটে দিয়েছি।
তিনি আরও বলেন, যেসব কৃষক শ্রমিকের অভাবে ধান কাটতে পারছেন না, তারা আমাদের খবর দিলে আমরা ধান কেটে দিব। আজ থেকে এই কার্যক্রম শুরু করেছি। পুরো বোরো মৌসুমে আমরা এটা অব্যাহত রাখব।
Be First to Comment