নেত্রকোনার পূর্বধলায় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় বছির উদ্দিন (৬০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
এতে আহত হয়েছেন আরো তিন জন। বুধবার (৪ মে) বিকেলে উপজেলার খলিশাউড় ইউনিয়নের শিমুলকান্দি কুরপাড় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বছির উদ্দিন ওই গ্রামের মৃত হশর আলীর ছেলে।
গ্রামবাসী ও পুলিশ জানায়, বুধবার বিকেলে একটি আমগাছের আম পাড়াকে কেন্দ্র করে লাল মিয়া, মুজাহালি ও সামসেক গং ও বছির উদ্দিনের লোক জনের সাথে এলোপাতাড়ি মারামারি শুরু হয়। এতে বছির উদ্দিনসহ বেশ ক’জন গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকলকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করেন।
পরে সেখানে সকলকে চিকিৎসার জন্য ভর্তি করা হলেও কর্তব্যরত চিকিৎসক বছির উদ্দিনকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত বিষয়ে মামলা চলছিল। একপর্যায়ে আদালতের রায়ে বছির উদ্দিন ডিক্রি পায়। সেই জমিতে আমগাছে লাল মিয়া, মুজাহালি ও সামসেক গংরা আম পাড়তে গেলে বছির উদ্দিনের লোকজন বাধা দিলে এই ঘটনা ঘটে।
এ ব্যপারে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। অভিযোগ পাওয়া মাত্রই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Be First to Comment