নেত্রকোণার পূর্বধলা উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। এই দফায় ১০০৭টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটের তারিখ নির্ধারণ করা হয়েছে ২৮ নভেম্বর।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দুপুরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে কমিশনের ৮৭তম বৈঠকে এ ভোটের তারিখ নির্ধারণ করা হয়।
এছাড়া মনোনয়নপত্র দাখিল শেষ ০২ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ০৪ নভেম্বর , প্রার্থিতা প্রত্যাহার ১১ নভেম্বর, ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৮ নভেম্বর।
ইউনিয়নগুলো হলো- হোগলা, ঘাগড়া, জারিয়া, পূর্বধলা, আগিয়া, বিশকাকুনি, খলিশাউর, নারান্দিয়া, গোহালাকান্দা ও বৈরাটি ইউনিয়ন।
Be First to Comment