নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার ‘চোরের ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়’এর নামকরণের প্রস্তাবনা প্রেরণ করা হয়েছে। বিদ্যালয়টির নতুন নামকরণ হবে ‘আলোর ভুবন সরকারি প্রাথমিক বিদ্যালয়’। গতকাল সোমবার (৩ আগষ্ট) উপজেলা প্রশাসন নতুন নামকরণের প্রস্তাবনা পাঠানো হয়েছে বলে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রশাসন সূত্র জানায়, সাম্প্রিতক সময়ে চোরের ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মিডিয়াতে বেশ আলোচনা/সমালোচনার পরে প্রশাসনের দৃষ্টিগোচর হয়। স্কুলের নামের কারণে শিশুমনে বিরুপ প্রভাব তথা নামটি আপত্তিকর ও শ্রুতিমধুর না হওয়ায় ইতিমধ্যে তা পরিবর্তনের উদ্যোগ নেয়া হয়েছে।
সূত্র আরো জানায়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে ‘আলোর ভুবন সরকারি প্রাথমিক বিদ্যালয়’ হিসেবে নতুন নামকরণের প্রস্তাব প্রেরণ করা হয়েছে। খুব দ্রুতই অনুমোদন পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে।
উল্লেখ্য, স্কুল, গ্রাম ও মৌজার নাম চোরের ভিটা হওয়ায় ১৯৯১ সালে স্কুলটি সেই গ্রামের নামানুসারে প্রতিষ্ঠিত হয়। ২০১৩ সালে এটি জাতীয়করণ করা হয়।
Be First to Comment