নেত্রকোনা পূর্বধলা উপজেলায় আনুষ্ঠানিকভাবে জাতীয় মহিলা সংস্থা উপজেলা শাখার চেয়ারম্যান এর দায়িত্ব গ্রহণ করেন মনি কর্মকার। গতকাল ৩১ মে (রবিবার) তিনি দায়িত্ব বুঝে নেন। তিনি সাবেক মহিলা সংস্থার চেয়ারম্যান চিত্রা খানমের স্থলাভিষিক্ত হলেন। ২৩ মার্চ ২০২০ তারিখ হতে পরবর্তী দুই বছরের জন্য তিনি জাতীয় মহিলা সংস্থা পূর্বধলা শাখার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। আজ ১ জুন (সোমবার) জাতীয় মহিলা সংস্থা পূর্বধলা উপজেলা শাখা কার্যালয়ে নব নির্বাচিত চেয়ারম্যান মনি কর্মকারকে ফুলেল শুভেচ্ছা দিয়ে স্বাগত জানান সংস্থার পক্ষ থেকে ইন্সপেক্টর আসমা আক্তার, আঞ্জুমান আরা পারভীন নাজমা, অফিস সহকারি মোজাম্মেল হক ও অফিস সহায়ক শফিউল হক।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন সুলতানা সুমি, পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আরিফুজ্জামান, জেলা পরিষদ সদস্য মাজহারুল ইসলাম রানা, জেলা পরিষদ সদস্য পারভীন আক্তার, আগিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইসলাম রুবেল, জারিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম মন্ডল নান্টু, আওয়ামীলীগ নেতা কালাম তালুকদার, আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান মুজিবর, মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার আয়্যুব আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদিরসহ বিপুল সংখ্যক মহিলা প্রতিনিধি ও দলীয় নেতা-কর্মী। দায়িত্ব গ্রহণ পরবর্তীতে মনি কর্মকার উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুমের সাথে সৌজন্য স্বাক্ষাত করেন।
Be First to Comment