নেত্রকোনা পূর্বধলা সরকারী কলেজ একাদশ শ্রেণীর ছাত্র জোবায়ের সরকার নামে এক ছাত্রকে ঈদের আগের দিন সন্ধ্যার পর জেলার তারাকান্দা উপজেলায় কামারগাঁও ইউনিয়নের কালিখা গ্রামে হত্যার ঘটনা ঘটে। নিহত জোবায়ের কালিখা গ্রামের হাফিজ উদ্দিন সরকারের ছেলে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৪ জন । আহতরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। কলেজ ছাত্র জোবায়ের লাশ গত সোমবার ময়নাতদন্ত শেষে দাফন করা হয়।
তারাকান্দা ওসি আবুল খায়ের জানান, এ ব্যাপারে তারাকান্দা থানায় ৩৩ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন নিহতের মা মালা আক্তার। পুলিশ ৪ জনকে গ্রেফতার করেছে। বাকী আসামীদের গ্রেফতার করার চেষ্টা চলছে।
তারাকান্দা থানা ও নিহতের পরিবার সুত্রে জানা যায়, একই গ্রামের রফিকুল ও হিমেল পরিবারের সাথে দির্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। সন্ধ্যার পর উভয় পরিবারের মাঝে কথাকাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষের সংঘর্ষে প্রতিপক্ষ রফিকুল ও হিমেল সহ কয়েকজন দুর্বৃক্তের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয় কলেজ ছাত্র জোবায়েরসহ আরো ৪ জন।
এ সময় আহতদের উদ্ধার করে পূর্বধলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কলেজ ছাত্র জোবায়ের হোসেনকে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষনা করেন।
আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঈদের সময় এ ঘটনায় নিহত কলেজ ছাত্রের পরিবারে চলছে শোকের ছায়া।
এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান, দির্ঘদিন ধরে দুই পরিবারের বিরোধের জেরে খুন হলেন কলেজ ছাত্র। ঘটনাটি খুবই মর্মান্তিক।
Be First to Comment