পূর্বধলা উপজেলায় করোনাভাইরাসের বিস্তাররোধে গত কয়েকদিন যাবৎ নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে জীবাণুনাশক ছিটানো হচ্ছে।
উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি স্বপন মিয়া জানান, তারা উপজেলা সদর বাজার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, খাদ্য গুদাম রোড, স্টেশন রোড, থানা রোড, রৌশনারা রোড ও হাজি কিতাব আলী রোডে জীবাণুনাশক ছিটান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পূর্বধলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জায়েজুল ইসলাম, ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (ইউডা) এর প্রভাষক মো. আরিফ খান, উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দুলাল মিয়া, কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম, আল মাসুদ বিশ্বাস, শাহীন মিয়া প্রমুখ।
Be First to Comment