নেএকোণার পূর্বধলায় বিদেশফেরত ৭৫ জন, কিন্তু কোয়ারেন্টাইনে আছেন ৩ জন।
এদিকে আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ের বিশেষ শাখায় ইমিগ্রেশন বিভাগ থেকে পাঠানো এক তালিকায় জানানো হয়েছে, গত ১ মার্চ থেকে ১৮ মার্চ পর্যন্ত বিদেশফেরত ব্যক্তিদের মধ্যে ৮১০ জনের বাড়ি নেত্রকোনায়। তাদের মধ্যে আটপাড়ার ৬২ জন, সদর উপজেলার ২১৪ , বারহাট্টার ৩৪, মদনের ৪৮ , খালিয়াজুরির ২৫, মোহনগঞ্জের ৭৩, পূর্বধলার ৭৫, কলমাকন্দার ২৪, দুর্গাপুরের ৭৭ জন রয়েছেন। তাদের ব্যাপারে পুলিশ খোঁজ নিচ্ছে।
Be First to Comment