দর্পন প্রতিনিধি: মুজিববর্ষে নেত্রকোণার পূর্বধলায় ঐহিত্যবাহী ক্রিড়া সংগঠন এসি ক্লাব প্রিমিয়ার লীগ-২০২০ (এপিএল) ৮ম আসরের ব্লু-বার্ড উন্নয়ন সমিতি কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত হয়েছে। ব্লু-বার্ড কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে এই পুরস্কার তুলে দেয়া হয়।
এসি ক্লাবের সভাপতি কেবিএম নোমান শাহরিয়ারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ব্লু-বার্ড উন্নয়ন সমিতির সভাপতি দিদারুল ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল কাউসার মেনন, এসি ক্লাবের সাবেক সভাপতি আনিসুর রহমান রুবেল, রক্তমিতা ফোরামের সভাপতি সাদ্দাম হোসেন, রিপোর্টার্স ক্লাবের সদস্য শফিকুল ইসলাম খান, এসি ক্লাবের যুগ্ন সাধা. সম্পাদক সোয়াইব হাসান, সদস্য মাজহারুল ইসলাম সোহাগ, পুরস্কার বিজয়ী চন্দন দে, খায়রুল ইসলাম, সারোয়ার হোসেন সানু প্রমুখ।
কুইজটি এপিএল উপলক্ষে এসি ক্লাব অনলাইনে অনুষ্ঠিত হয়েছিল ৩ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে বিজয়ী নির্বাচন করা হয়। এতে মোট পুরস্কার পান ১৩ জন বিজয়ী।
বিজয়ীরা হলেন- সারোয়ার হোসেন সানু, চন্দন দে, আব্দুল্লাহ আল নোমান শাওন, তানভীর হাসান, খায়রুল ইসলাম, মো. মাহফুজ, সাঈদ আল সাকার, সুমন মিয়া, আবিদ আল জাহান অভি, মো. উজ্জ্বল, বি.কে.এম জাহিদ হাসান, খায়রুল ইসলাম শান্ত, তরিকুল ইসলাম পর্ব।
Be First to Comment