নেত্রকোনার পূর্বধলায় ৮হাজার টাকার জাল নোটসহ ২ জন অপরাধীকে আটক করেছে পূ্র্বধলা থানা পুলিশ।
গতকাল শনিবার দিবাগত রাতে পূ্র্বধলা উপজেলার খলিশাউড় ইউনিয়নের বনপাড়া রাজার বাজারে জনৈক উদয় সরকারের মুদির দোকানের সামনে পাকা রাস্তার উপর বাজারের লোকজন ২ ব্যক্তিকে জাল টাকাসহ আটক করে রাখে। এই সংবাদের ভিত্তিতে এলাকা হতে তাদের আটক করা হয়েছে।
আটককৃতরা হলেনঃ ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার নতুন বাজার গ্রামের নুর হোসেন এর ছেলে মজিবুর রহমান বাদশা (৪৯) এবং একই উপজেলার মইলাকান্দা গ্রামের মৃত শাহিন মিয়ার ছেলে মো: রফিকুল ইসলাম (৪৪)।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, আটককৃত জাল নোট চক্রের সদস্যরা জালটাকা তৈরি করে মার্কেটেগুলোতে ছড়িয়ে দিতে কাজ করছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ মোশারফ হোসেন সঙ্গীয় এএসআই মুহাম্মদ শরীফ উদ্দিন অভিযান চালিয়ে ৮ টি ১,০০০ টাকার জাল নোট মোট ৮,০০০ টাকার জাল নোটসহ ২ জনকে আটক করা হয়। তারা দীর্ঘদিন ধরেই জাল টাকার ব্যবসা করে আসছিলেন বলেও জানান তিনি।
Be First to Comment