নেত্রকোনার পূর্বধলায় ভিমরুলের কামড়ে সিয়াম (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার (২অক্টোবর) দুপুরে উপজেলা সদরের পূর্বধলা সরকারি কলেজ রোড এলাকায় এঘটনা ঘটে। শিশু সিয়াম ওই এলাকার মনিরুজ্জামানের ছেলে।
পরিবার জানায়, গত কয়েকদিন ধরে সিয়াম একটি বিড়াল ছানা পুষছিল। রবিবার বিকেল ৪টার দিকে বিড়াল ছানাটি ঘর থেকে দৌঁড়ে বাড়ির পেছনে চলে যায়। এসময় সে ওই ছানাটিকে ধরতে গিয়ে হঠাৎ ভিমরুলের আক্রমনে পড়ে। বাড়ির পেছনে গাছে থাকা ভিমরুলের চাক থেকে একসঙ্গে অনেকগুলো ভিমরুল তাকে কামড় দেয়। এসময় তার চিৎকারে পরিবারের লোকজন এসে তাকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে জরুরী বিভাগে চিকিৎসার পর রবিবার রাতে তাকে বাড়িতে নিয়ে যায় । সোমবার সকালে আবারও হাসপাতালের জরুরী বিভাগে ডাক্তার দেখানোর পর শিশুটিকে নিয়ে বাড়ি চলে যায়। দুপুরে শিশুটিকে আবারও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মৌসুমী চক্রবর্তী। তবে নিহত শিশুর মামা মামুন হাসপাতালের ডাক্তারদের দায়ী করেন তার দাবী ডাক্তার জরুরী বিভাগে চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে আমার ভাগ্নে এভাবে মারা যেত না।
তথ্য সূত্রঃ পূর্বকন্ঠ অনলাইন থেকে সংগৃহীত।
Be First to Comment