স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা ডিভাইসে আসক্ত না হয়ে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে তাদের মন ও বয়সের উপযোগী সুন্দর, সুখপাঠ্য এবং উন্নত মানসম্পন্ন বইপড়ার মাধ্যমে পরিপূর্ণ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে ওঠার সুযোগ পায়, সে উদ্দেশ্যে পূর্বধলায় রাজপাড়া যুব পাঠাগার তাদের জন্য একটি বইপড়া কর্মসূচি পরিচালনা করে আসছে। এই কর্মসূচি উপলক্ষে (৩০ সেপ্টেম্বর) শনিবার রাজপাড়া যুব পাঠাগারের পাঠকদের বিভিন্ন যাচাই-বাছাই এর মাধ্যমে মধ্যে একটি প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। বই পড়ার উৎসাহ বাড়িয়ে তোলার জন্য করা হয় পুরস্কারের ব্যবস্থা। ৮ জন পাঠক প্রতিযোগীতায় অংশ গ্রহণ করে এর মধ্যে তিন জন প্রথম দ্বিতীয় ও তৃতীয় হিসেবে নির্বাচিত হয়েছেন।
রাজপাড়া যুব পাঠাগারের সভাপতি মোছাঃ সুরাইয়া আক্তার এর সভাপতিত্বে মৌলভী আবুল হোসাইন খান স্মৃতি পাঠাগারের সভাপতি সাংবাদিক মোস্তাক আহমেদ খান এর সঞ্চালনায় শিক্ষার্থীদের বই পড়া কর্মসূচি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌদাম সেসিপ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কালের কণ্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি গোলাম মোস্তফা, পূ্র্বধলা জগৎমনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নূর আহাম্মদ খান রতন, দৈনিক সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি সাংবাদিক এমদাদুল ইসলাম, পূ্র্বধলা সরকারি কলেজের প্রভাষক মোহাম্মদ আলী জুয়েল, পূর্বধলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও পূ্র্বধলা হেল্পলাইনের ক্রিয়েটর এডমিন কেবিএম নোমান শাহরিয়ার, রাজপাড়া যুব পাঠাগারের পরিচালক মোঃ শফিকুল ইসলাম খান ও আনন্দ টিভির জেলা প্রতিনিধি ওয়াসিম সরকার প্রমুখ।
Be First to Comment