নেত্রকোনার পূর্বধলায় আইন শৃঙ্খলা ও মাসিক সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ আগস্ট) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা কমিটি উদ্যোগে আইন শৃঙ্খলা সভা ও উপজেলা পরিষদ আয়োজনে সভা মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহামেদ রাজ্জাক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান শারমীন সুলতানা সুমি, সহকারী কমিশনার (ভূমি) নাজনীন আক্তার, ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম প্রমুখ। এছাড়াও সরকারী দপ্তরের অন্যান্য কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।
Be First to Comment