নেত্রকোনার পূর্বধলা উপজেলার সদর ইউনিয়নের মঙ্গলবারীয়া বাজারে প্রকাশ্য দিবালোকে ছুরিকাঘাতে মোঃ দুলাল মিয়া (৪৫) নামে এক অটোরিকশা চালক খুন হয়েছেন। গত বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুর এ খুনের ঘটনা ঘটে। নিহত দুলাল উপজেলার উত্তর পূর্বধলা মঙ্গলবারীয়া এলাকার মৃত মনু শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, জমিসংক্রান্ত বিরোধের জেরে দীর্ঘদিন ধরে মঙ্গলবাড়ীয়া গ্রামের আমজাদ আলী’র ছেলে সুহেল এর সঙ্গে মৃত মনো শেখের ছেলে দুলাল এর ঝগড়া বিবাদ চলে আসছিল। প্রায় দুই বছর আগে ঝগড়ার ঘটনা ঘটলে হুমকি ও প্রাণের ভয়ে ঢাকা শহরে চলে যায় এবং পরিবারের লোকজন নিয়ে সেখানেই রিকশা চালিয়ে জীবন দিন কাটাতে থাকে। গত ২৬ মার্চ দুই বছর পর বাড়িতে ফিরে দিন মজুরি করে জীবনযাপন করতে থাকে। গতকাল বুধবার ঋণ নিয়ে একটি অটোরিকশা ক্রয় করে। আজ আনুমানিক দুপুর ১ টার দিকে পূর্ব শত্রুতার জেরে অটো চালক দুলালকে সোহান তাড়া করে মঙ্গলবাড়িয়া বাজারস্থ সুহেলের চায়ের দোকানের সামনে আসলে সেখানে সোহানের বাবা চায়ের দোকানদার সোহেল কাঠের লাকড়ি দিয়ে এলোপাথাড়ি মারতে থাকে। হঠাৎ সোহান পিছন দিক থেকে পেঁয়াজ কাটার ছুরি দিয়ে দুলালকে উপর্যুপরি পিঠে বুকে ছুরি আঘাত করতে থাকে। একপর্যায়ে দুলাল মাটিতে ধষে পড়ে। সেখান থেকে স্থানীয় লোকজন ছুরিকাঘাতে গুরুতর আহত রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিশ্ব প্রিয় মজুমদার তাকে মৃত ঘোষণা করে।
এ ঘটনায় পুলিশ সোহান(২৮) ও তার ছোট ভাই সোলেমান (১৮) কে আটক করেছে৷ পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, এঘটনায় ছড়িত সন্দেহে একজনকে আটক করি পরবর্তী সময়ে ছয় ঘন্টার ভিতরেই ঘটনার মূল আসামি সোহানকে গ্রেফতার করতে সক্ষম হই। এ ঘটনায় জড়িত অন্যদের আটকের চেষ্টা চলছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। লাশ প্রাথমিক সুরত হাল করে পোস্টমর্টেম এর জন্য পাঠানোর কাজ প্রক্রিয়াধীন রয়েছে।
Be First to Comment