নেত্রকোণা পূর্বধলায় পণ্যের মান যাচাইয়ে অভিযান চালিয়ে ৩টি প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নেত্রকোণা জেলা কার্যালয়।আজ সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার পূর্বধলা বাজারে বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নেত্রকোণা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল গণীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরির্দশক হাসিম উদ্দিন খান, জেলা বাজার কর্মকর্তা মো: হাবিল উদ্দিন, পূর্বধলা থানা পুলিশ তাদের সহযোগিতা করেন।
জানা গেছে, বাজারে পণ্যের মান তদারকির নিয়মিত অংশ হিসেবে পূর্বধলা উপজেলা বাজারে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় কসমেটিক দোকান বৈশাখি স্টোর, মীম কনফেকশনারী ও প্রান্ত মিষ্টান্ন ভান্ডারকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
Be Fir to Comment