নেত্রকোনার পূর্বধলায় জমি সংক্রান্ত বিষয়ে পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় শাহারুল ইসলাম (২১) নামের এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ২০জন আহত হয়েছেন।
গত মঙ্গলবার (৩০ নভেম্বর) বেলা ১২টায় উপজেলার ঘাগড়া ইউনিয়নের বহুলী গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনায় আহতদের পূর্বধলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে শাহারুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য প্রথমে তাকে ময়মনসিংহ এবং সেখান থেকে ঢাকা মেডিক্যালে প্রেরণ করা হয়।
বুধবার (১ ডিসেম্বর) দুপুরে ঢাকা মেডিক্যালে তার মৃত্যু হয়। নিহত শাহ্ারুল বহুলী গ্রামে মৃত মুসলেম উদ্দীনের ছেলে।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, জমি সংক্রান্ত বিষয়ে তাদের মধ্যে একাধিক মামলাও রয়েছে। এ ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।
Be First to Comment