দর্পন প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় “আমরা দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ” এ স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস সোমবার (৯ ডিসেম্বর) পালিত হয়েছে। পূবর্ধলা মিতালী সমাজকল্যাণ ক্লাবের উদ্যোগে মহিলা অধিকার মিশন (মাম) ও আগিয়া শরীফ একাদশের সহযোগিতায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত উপজেলা দুর্নীতি দমন কমিটির সভাপতি অধ্যাপক মাফিজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল বারী। বিশেষ অতিথি ছিলেন, প্ল্যাটফর্ম ফর ডায়ালগ আঞ্চলিক সমন্বয়কারি মোঃ মোস্তফা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আঞ্জুমান আরা বেগম।
প্ল্যাটফর্ম ফর ডায়ালগ নেত্রকোণা জেলা ফ্যাসিলিটেটর মোঃ শফিকুজ্জামান শফিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, দুর্নীতি দমন কমিশনের সাধারণ সম্পাদক অজয় সিনহা, যুব উন্নয়ন কর্মকতা এম এ মালেক প্রেসক্লাব সভাপতি সৈয়দ আরিফুজ্জামান, মুক্তিযোদ্ধা একেএম নুরুল হক প্রমুখ।
Be First to Comment